কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাতি মামলার আসামি নিহত

কুমিল্লার মুরাদনগরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ডাকাতি মামলার এক আসামি নিহত হয়েছে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2018, 04:57 AM
Updated : 23 April 2018, 05:18 AM

মুরাদনগর থানার ওসি একেএম মঞ্জুর আলম জানান, মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের শুশুণ্ডা এলাকায় রোববার রাত দেড়টার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে।

নিহত আলামিন (৩৫) মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

পুলিশ বলছে, আলামিন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ নয়টি মামলা রয়েছে।

ওসি মঞ্জুর আলম বলেন, আলামিন দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন উপজেলা ও সড়ক-মহাসড়কে ডাকাতি করে আসছিল। রোববার রাতে শুশুণ্ডা এলাকায় আলামিন তার সহযোগীরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ।

“এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি করে। একে পর্যায়ে ডাকাতরা পিছু হটলে আলামিনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন।”

গোলাগুলির সময় এসআই গোফরান এবং কনস্টেবল শামীমসহ তিন পুলিশ আহত হয়েছেন বলে ওসির ভাষ্য।  

ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলিসহ একটি পাইপগান, দুটি রামদা ও দুটি ছোড়া উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।