সিলেট সেনানিবাসে ৫টি নতুন ইউনিটের যাত্রা শুরু

পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সিলেট সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের পাঁচটি নতুন ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2018, 12:57 PM
Updated : 22 April 2018, 12:57 PM

সেনা প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক রোববার দুপুরে পতাকা উত্তোলন করেন।

এ সময় ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম শামিম উজ-জামান উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে সেনা প্রধান সিলেট সেনানিবাসে পৌঁছলে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা। পরে একটি চৌকস দল কুচকাওয়াজ প্রদর্শন করে ও সেনাপ্রধানকে সালাম জানায়।

পতাকা উত্তোলন অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান মুক্তিদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে সকল সেনাসদস্যকে সুশৃঙ্খল ও দক্ষ সদস্য হিসেবে গড়ে ওঠার পাশাপাশি দেশের স্বাধীনতা রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকার আহবান জানান।

১৭ পদাতিক ডিভিশনের পাঁচটি নবগঠিত ইউনিটের নবযাত্রার মাধ্যমে সেনাবাহিনীর রূপকল্প ‘ফোর্সেস গোল-২০৩০’ বাস্তবায়নের পথে আরেকটি মাইলফলক সংযোজিত হয়েছে বলে মন্তব্য করেন সেনাবাহিনী প্রধান।

নতুন ইউনিটগুলো হলো ৬৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ৪০ বীর রেজিমেন্ট, ১২৫ ব্রিগেড সিগন্যাল কোম্পানি, ১৫৫ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানি ইএমই ও ১৭ আইএপি।