পাবনায় স্কুলের দেয়াল ধসে আহত এক শিক্ষার্থীর মৃত্যু

পাবনায় পৌর এলাকার শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল ধসে আহত শিক্ষার্থীদের একজনের মৃত্যু হয়েছে।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2018, 12:12 PM
Updated : 21 April 2018, 12:12 PM

শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পাবনা সদর থানার ওসি ওবায়দুল হক জানান।

নিহত আফরিন শিবরামপুর মুজাহিদ ক্লাব এলাকার রাজা বটতলার রিকশাচালক আয়ুব আলীর মেয়ে। ওই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল সে।

আহত তিন জনের মধ্যে দুইজনকে পাবনা সদর হাসপাতাল ও একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি ওবায়দুল বলেন, স্কুলের সংস্কার কাজের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান সুমন ট্রেডার্স দেয়াল ঘেঁষে বালিসহ নির্মাণ সামগ্রী রেখেছিল। সকালে স্কুলের দেয়ালের পাশে শিক্ষার্থীরা খেলাধুলার সময় হঠাৎ দেয়াল ধসে পড়ে চারজন গুরুতর আহত হয়।

“তাদের উদ্ধার করে প্রথমে পাবনা সদর হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আফরিন ও ইসমাইল নামে এক শিক্ষার্থীর অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”

তিনি বলেন, সেখানে চিকিৎসাধীন অবস্থায় আফরিনের মৃত্যু হয়েছে বলে তার বাবা আয়ুব আলী জানিয়েছেন।

এদিকে, ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা স্কুলের সামনে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।