সমাজসেবক আব্দুল করিমের দাফন সম্পন্ন

মুক্তিযুদ্ধের সংগঠক বিশিষ্ট সমাজসেবক আব্দুল করিমের দাফন সম্পন্ন হয়েছে কিশোরগঞ্জ শহরে পারিবারিক গোরস্থানে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2018, 06:08 PM
Updated : 20 April 2018, 06:13 PM

শুক্রবার বাদ মাগরিব কিশোরগঞ্জ জেলা শহরের শহীদী মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

পরে শহরের নগুয়া বিন্নগাও এলাকায় নিজ বাসভবন সংলগ্ন পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

বিভিন্ন শ্রেণি ও পেশার বিপুল সংখ্যক মানুষ জানাজা ও দাফনে অংশ নেন।

জানাজার আগে স্থানীয় ইসলামিয়া মার্কেটের সামনে পুলিশের একটি চৌকশ দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন।

শুক্রবার সকাল ৭টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. আব্দুল করিম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে লিভারসহ নানা জটিল রোগে ভুগছিলেন।

তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে রেখে গেছেন। তার ছোট ছেলে এনায়েত করিম অমি জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।

দীর্ঘ রাজনৈতিক জীবনে আব্দুল করিম কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কিশোরগঞ্জ হোটেল মালিক সমিতির সভাপতি হিসাবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

জেলা শহরে অবস্থিত নুরুল উলুম বালিকা আলিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা তিনি।