মাগুরায় দুদলের পাল্টাপাল্টি হামলা, ভাংচুর-লুটপাট

ধানের জমিতে সেচের টাকা নিয়ে বিরোধের মাগুরা সদরে দুপক্ষের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2018, 01:33 PM
Updated : 20 April 2018, 01:33 PM

শুক্রবার দুপুরে মঘি ইউনিয়নের দাশনা গ্রামে এ ঘটনা ঘটে বলে মাগুরা সদর থানার ওসি ইলিয়াস হোসেন জানান।

এ সময় পাঁচজন আহত হন এবং সাতটি বাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পুলিশ পাঁচজনকে আটক করেছে।

আহতদের মধ্যে দুজন হলেন মোহন শিকাদার ও উজ্জ্বল। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঘি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই সর্দারের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিল্টন মাহমুদের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটে।

দাশনা গ্রামের ইসহাক মন্ডল জানান, এ গ্রামের মোহন শিকদারের বিদ্যুৎ চালিত সেচ পাম্প থেকে ভাড়ার চুক্তিতে নিজের ধানি জমিতে সেচ দেন একই গ্রামের মহিন মোল্যা।

ইসহাক বলেন, ভাড়ার বকেয়া ২০০ টাকা আদায় নিয়ে বৃহস্পতিবার বিকালে উভয়ের মধ্যে প্রথমে বাদানুবাদ পরে হামলা পাল্টা হামলা হলে মোহন শিকাদার ও উজ্জ্বল নামে দুইজনসহ পাঁচজন আহত হন।

“এর জেরে শুক্রবার দুপুরে মহিন মোল্যার লোকজন মোহন শিকদারসহ আসালত শিকদার, ইসহাম মন্ডল, কওছার আহমেদ, ফুলমিয়া, আব্দুল  মিয়া ও খায়রুল ইসলামের বাড়িতে ভাংচুর ও লুটপাট চালায়।”

আহতদের মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান। 

ওসি ইলিয়াস জানান, মঘির সহিংসতার ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত।