শরীয়তপুরে সেতু ভেঙে ৬টি ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন

শরীয়তপুর-বিনোদপুর সড়কে কীর্তিনাশা নদীর উপর একটি বেইলি ব্রিজ মালবোঝাই ট্রাকসহ ভেঙে পড়েছে।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2018, 12:47 PM
Updated : 20 April 2018, 12:48 PM

স্থানীয় মো. জসিম মাদবর বলেন, বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ বিকট শব্দ হয়। এরপর রাজগঞ্জ বড় ব্রিজটির পশ্চিম পাড়ে বেইলি ব্রিজ মাল বোঝাই ট্রাকসহ ভেঙে যায়।

ট্রাকটি ঢাকা থেকে বিদ্যুতের ট্রান্সফরমার নিয়ে শরীয়তপুর সদর উপজেলার গয়াতলায় যাচ্ছিল বলে জানান জসিম মাদবর।

এ কারণে মাদারীপুরের শিবচরসহ শরীয়তপুরের ছয়টি ইউনিয়নের সঙ্গে সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে গেছে। ওই এলাকার মানুষকে ১২ থেকে ১৩ কিলোমিটার ঘুরে বিকল্প রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে।

ফায়ার সাভিসের সহকারী পরিচালক নিয়াজ আহম্মেদ বলেন, উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্রেন ছাড়া ট্রাকটি টেনে তোলা সম্ভব হবে না। 

তুলাসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম ফকির বলেন, সেতুটি মাত্র ছয় মাস ব্যবধানে আবার ভাঙল। এর আগে দুবার ভেঙেছে।

“আমরা বারবার প্রশাসনকে অনুরোধ করেছি। স্থানীয়ভাবে সেতুর সংযোগটি মেরামত করতে; কিন্তু তারা তার কোনো উদ্যোগ নেয়নি।”

শরীয়তপুরের এলজিইডির নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

রাজগঞ্জ গড়িপাড়ার আতাউর রহমানসহ স্থানীয় কয়েকজন জানান, শরীয়তপুর-বিনোদপুর সড়কে কীর্তিনাশা নদীর উপর রাজগঞ্জ বড়ব্রিজটির নির্মাণ ২০০৫-০৬ অর্থবছরে শুরু হয়ে ২০০৮ সালে শেষ হয়। ২০১৬ সালের ৬ অক্টোবর ব্রিজের গোড়া থেকে মাটি ও বালু সরে গিয়ে বিরাট ভাঙনের সৃষ্টি হয়। তখন স্থানীয় লোকজন ও এলজিইডি কর্তৃপক্ষ সাময়িকভাবে ব্রিজের গোড়ায় বাঁশ ও গাছের গুঁড়ি ও কালভার্ট দিয়ে জনসাধারণের জন্য চলাচলের ব্যবস্থা করে।

এরপর গত বছরের অক্টোবর মাসে একই স্থানে আবার ভাঙন হয়। তখন বেইলি সেতু স্থাপন করে চলাচলের উপযোগী করা হয়।