শিক্ষক নিয়োগ: প্রশ্নফাঁসের অভিযোগে মাদারীপুরে গ্রেপ্তার ১৫

মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2018, 09:14 AM
Updated : 20 April 2018, 09:14 AM

মাদারীপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুমন কুমার দেব জানান, শুক্রবার সকালে শহরের পাঠককান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে ল্যাপটপ, প্রিন্টারসহ বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী উদ্ধারের কথাও জানান তিনি।

সহকারী পুলিশ সুপার সুমন বলেন, এ চক্রটি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার কয়েকজন পরীক্ষার্থীকে প্রশ্ন সরবরাহ করে।শুক্রবার সকালে পরীক্ষা শুরুর পর প্রশ্নপত্রের সঙ্গে সেই প্রশ্নপত্র মিলিয়ে দেখা হয়।

দুটি প্রশ্নপত্র মিলে যাওয়ায় প্রশ্নফাঁস চক্রের ওই সদস্যদের ধরতে গোয়েন্দা পুলিশের একটি দল পাঠককান্দি এলাকায় অভিযান চালায় জানিয়ে তিনি বলেন, “গতকাল থেকেই তাদের নজরদারিতে রাখা হচ্ছিল। পরে ওই এলাকার একটি বাড়ি থেকে ১১ জনকে ও অপর একটি বাড়ি থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।”

তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, এ ব্যাপারে তারা আইনানুগ ব্যবস্থা নেবেন।