মালয়েশিয়ায় নিহত যশোরের ৩ জনের দাফন

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনের লিফটের কেবল ছিঁড়ে নিহত যশোরের তিনজনের লাশ দাফন করা হয়েছে।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2018, 11:20 AM
Updated : 19 April 2018, 11:21 AM

বৃহস্পতিবার বিকালে যার যার পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে জনপ্রতিনিধিরা জানান।

ঝিকরগাছার শংকরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা নিছার উদ্দিন বলেন, তার উপজেলার ছোট পোদাউলিয়া গ্রামের নূরুল হকের ছেলে সালাহউদ্দিনের (৪২) লাশ বেলা ১১টায় বাড়িতে এসে পৌছায়। তারপর স্থানীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শ্যামলাগাছি গ্রামের আবু তালেবের ছেলে আজমিন হোসেনের (২৬) লাশ দাফন করা হয়েছে উপজেলার শালতা গ্রামে তার নানাবাড়িতে, জানিয়েছেন শার্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন।

শার্শার ধান্যখোলা গ্রামের আয়নাল হকের ছেলে তরিকুল ইসলাম তরিকের (৩২) লাশও পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান জানান।

গত ৮ এপ্রিল মালয়েশিয়ার কুয়ালালামপুরে জোহরবারু ফরেস্ট সিটিতে লিফট ছিঁড়ে তারা মারা যান। তারা নির্মাণাধীন ৫০ তলা ভবনের ৩২ তলায় লিফটের কাজ করছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।