ঝিনাইদহে হত্যার দায়ে ২ জনকে যাবজ্জীবন

ঝিনাইদহ সদর উপজেলায় এক কৃষককে হত্যার দায়ে দুইজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2018, 10:47 AM
Updated : 19 April 2018, 11:56 AM

ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. গোলাম আজম বৃহস্পতিবার ১৬ বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

এছাড়া আদালত তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করেছে। জরিমানা না দিলে আরও এক বছর বিনাশ্রম কারাভোগ করতে হবে।

দণ্ডপ্রাপ্তরা হলেন - সদর উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের ঠাণ্ডু বিশ্বাসের ছেলে রবিউল ইসলাম ও জবেদ আলীর ছেলে মনছের আলী।

রায় ঘোষণার সময় মনছের আদালতে ছিলেন। রবিউল পলাতক রয়েছেন।

এছাড়া দোষ প্রমাণিত না হওয়ায় আদালত এ মামলার ছয় আসামিকে খালাস দিয়েছে।

ঝিনাইদহ জজ আদালতের পিপি ইসমাইল হোসেন মামলার নথির বরাতে জানান, ২০০৬ সালের ৬ জানুয়ারি রাতে নারিকেলবাড়িয়া গ্রামে বাড়ি ঢুকে মিলন নামে এক কৃষককে ধরে নিয়ে হত্যা করা হয়। পরদিন মাঠে তার গলা ও পেট কাটা লাশ মেলে।

এ ঘটনায় নিহত মিলনের বাবা আব্দুল গফুর বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। পুলিশ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

পিপি ইসমাইল বলেন, আদালত সাক্ষ্য-প্রমাণ শেষে দুইজনকে দণ্ড দিয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্যদের বেকসুর খালাস দিয়েছে আদালত।