সিরাজগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন

সিরাজগঞ্জ শহরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2018, 06:43 PM
Updated : 18 April 2018, 06:43 PM

বুধবার রাত ১০টার দিকে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর দক্ষিণ মহল্লায় এ ঘটনা ঘটে বলে সদর ওসি মোহাম্মদ দাউদ জানিয়েছেন।

নিহত দর্পন (৩৫) ওই মহল্লার মৃত আব্দুর রহমান মাস্টারের ছেলে। 

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাওনা টাকা নিয়ে দ্বন্দের কারণে দর্পন খুন হয়েছে।”

প্রত্যক্ষদর্শী ফজল হোসেনসহ কয়েকজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দর্পনের বড় ভাই রতনের কাছে একই মহল্লার জোয়াদ আলীর ছেলে আরিফ হোসেন এক লাখ টাকা পেতেন। এর মধ্যে ৮০ হাজার টাকা পরিশোধ করেছিলেন রতন। বুধবার রাতে বাকি ২০ হাজার টাকা দেওয়ার কথা ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, “রতন টাকা না দেওয়ায় আরিফ ক্ষিপ্ত হয়। তখন দর্পনসহ পরিবারের লোকজন এগিয়ে এলে উভয়পক্ষের সংঘর্ষ হয়। এরই এক পর্যায়ে আরিফ দর্পনকে উপুর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।”

গুরুতর আহত অবস্থায় দর্পনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। 
সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রোকন উদ্দিন বলেন, নিহতের গলায়, বুকে ও হাতে ধারালো ছুরির আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে। 

এ ঘটনার পর পুলিশ সুপার মিরাজ উদ্দিনরআহম্মেদ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন।