হাতিয়ায় মাদ্রাসা ছাত্র হত্যা: ২ আসামি গ্রেপ্তার

নোয়াখালীর হাতিয়ায় মাদ্রাসা ছাত্র মিশকাতুর রহমান নীরব হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2018, 03:17 PM
Updated : 18 April 2018, 03:18 PM

বুধবার সুখচর ইউনিয়নের জাহাজমারা গ্রাম থেকে আসাদ আল গালিব (২৫) ও আবদুল খালেককে (৫৫) গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

হাতিয়া থারার ওসি কামরুজ্জামান শিকদার জানান, ভোরে র‌্যাব-পুলিশ যৌথ অভিযান চালিয়ে জাহাজমারা গ্রামে বোনের বাড়ি থেকে গালিবকে গ্রেপ্তার করে।

আসাদ আল গালিব

গালিব তমরদ্দি ইউনিয়নের উত্তর বেজু গালিয়া গ্রামের মৃত অজিউল্লার ছেলে এবং এ হত্যা মামলার ৪ নম্বর আসামি বলে তিনি জানান।

ওসি আরও জানান, আবদুল খালেককে সকালে স্থানীয় লোকজন আটক করে পুলিশে খবর দেয়। খালেক উত্তর বেজু গালিয়া গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে এবং মামলার ১০ নম্বর আসামি।

গত রোববার রাতে হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বেজুগালিয়া গ্রামে একদল বন্দুকধারী মিরাজ উদ্দিনের বাড়ি গিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় মিরাজ এবং তার একমাত্র ছেলে রহমানিয়া মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র মিশকাতুর রহমান নীরব গুলিবিদ্ধ হয়। দুজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নীরবকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মঙ্গলবার মিরাজ উদ্দিন বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।