বিস্ফোরক মামলায় নারায়ণগঞ্জে দুই জেএমবির ২০ বছরের কারাদণ্ড

নারায়ণগঞ্জে বিস্ফোরক আইনের মামলায় জেএমবির দুই সদস্যকে ২০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2018, 09:59 AM
Updated : 18 April 2018, 09:59 AM

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ বিশেষ ট্রাইব্যুনাল-৭ এর বিচারক মো. আব্দুল হান্নান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন জেএমবি সদস্য সাইফুল ইসলাম ও মফিজুল ইসলাম।

এর মধ্যে সাইফুল এক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত।।

একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত পিপি জাসমিন আহমেদ।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালের ২৯ ডিসেম্বর টাঙ্গাইলের বায়না বাইপাস সড়ক থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলিসহ জেএমবি সদস্য সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে র‌্যাব। তার স্বীকারোক্তি অনুযায়ী ২০০৭ সালের ১ জানুয়ারি র‌্যাবের একটি দল সোনারগাঁয়ের কোনাবাড়ি এলাকার মফিজুলের বাড়িতে অভিযান চালিয়ে ৩১টি পাওয়ার জেল, ১৯টি দেশে তৈরি হ্যান্ড গ্রেনেড বডি উদ্ধার করে।

এ ঘটনায় র‌্যাবের ডিএডি আব্দুস সালাম বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন।

অতিরিক্ত পিপি বলেন, মামলায় রাষ্ট্রপক্ষ থেকে ১১ জন সাক্ষ্য দিয়েছেন। আসামি পক্ষে তিনজন সাফাই সাক্ষ্য দিয়েছেন। আর প্রধান আসামি সাইফুল কোনো আইনজীবী নিয়োগ না দিয়ে নিজেই মামলা পরিচালনা করেন।