লক্ষ্মীপুরে ডাকাতিসহ হত্যার দায়ে ১৪ জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুর সদর উপজেলায় ডাকাতি ও হত্যার দায়ে ১৪ জনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2018, 08:39 AM
Updated : 18 April 2018, 09:12 AM

লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নজমুল হুদা তালুকদার বুধবার এ রায় ঘোষণা করেন।

এছাড়া আদালত প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে তাদের আরও এক বছর কারাগারে থাকতে হবে।

রায় ঘোষণার সময় পাঁচ আসামি আদালতে ছিলেন। অন্য নয়জন পলাতক।

লক্ষ্মীপুর জজ আদালতের এপিপি আবুল কালাম মামলার নথির বরাতে বলেন, ২০১১ সালের ২ জুলাই রাতে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের কাজীর দীঘির পার এলাকায় কার্তিক পালের ঘরে হানা দেয় সংঘবদ্ধ ডাকাতদল। তারা কার্তিকের ছেলে দীপ্তকে গুলি করে হত্যা করে। এ সময় আরও গুলিবিদ্ধ হন দীপ্তর চাচা সঞ্জয় পাল।

এ ঘটনায় দীপ্তর বাবা কার্তিক পাল পরদিন ১৪ জনকে আসামি করে লক্ষ্মীপুর সদর থানায় হত্যা ও ডাকাতি মামলা দায়ের করেন।  পুলিশ ২০১৩ সালের এপ্রিল মাসে ১৪ জনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দেয়।

এপিপি কালাম বলেন, আদালত ২২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দিয়েছে।

তবে বাদী এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।