নারায়ণগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ অস্ত্র মামলার আসামি গুলিবিদ্ধ

নারায়ণগঞ্জ সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অস্ত্র ও মাদক মামলার এক আসামি আহত হয়েছে।   

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2018, 07:46 AM
Updated : 17 April 2018, 08:04 AM

মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাগলা নিশ্চিন্তপুর এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে বলে ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান।

আহত লিখন মিয়া (২৬) ওই এলাকার তোতা মিয়ার ছেলে।

পুলিশের দাবি, লিখন একজন ‘মাদকবিক্রেতা’। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ সাতটি মামলা রয়েছে।

ওসি মঞ্জুর বলেন, ভোরে পুলিশের একটি দল নিশ্চিতপুর এলাকায় মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযানে যায়। এ সময় ৫/৬ জনকে জড়ো হতে দেখে পুলিশ তাদের দিকে এগিয়ে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

“এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছ হটলে ঘটনাস্থল থেকে পায়ে ও উরুতে গুলিবিদ্ধ অবস্থায় লিখনকে উদ্ধার করা হয়।”

লিখনকে প্রথমে নগরীর খানপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে এ পুলিশ কর্মকরর্তা জানান।       

ওসি বলেন, গোলাগুলির ঘটনায় ফতুল্লা থানার এসআই শাফিউর আলম, এএসআই তাজুল ইসলাম তারেক ও কনস্টেবল রোকনুজ্জামান গুরুতর আহত হয়েছেন।

রোকনুজ্জামানকে ঢাকার পঙ্গু হাসপাতালে ও বাকিদের নারায়ণগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশী রিভলবার ও ৪২০ ইয়াবা উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।