খুলনায় খালেকের হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেকের হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তুলে তার মনোনয়নপত্র বাতিলের দাবি করেছেন বিএনপি প্রার্থী।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2018, 05:50 PM
Updated : 16 April 2018, 05:50 PM

বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু সোমবার রিটার্নিং অফিসার বরাবর লিখিত এ অভিযোগ করন।

নির্বাচন ভবন (ফাইল ছবি)

অভিযোগে বলা হয়েছে, তালুকদার আব্দুল খালেক সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট। নর্থ ওয়েস্টার্ন ইউনির্ভাসিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। ইস্টার্ন পলিমার লিমিটেডের পরিচালক ও সর্বময় নিয়ন্ত্রণকারী।

এসব প্রতিষ্ঠান থেকে তিনি নিয়মিত বিপুল পরিমাণ অর্থ আয় করেন বলে অভিযোগে উল্লেখ করেন মঞ্জু।  

তালুকদার আব্দুল খালেক তার নির্বাচনী হলফনামায় এসব তথ্য গোপন করেছেন; ইস্টার্ন পলিমার লিমিটেডের নেওয়া ঋণের তথ্য তিনি হলফনামায় উল্লেখ করেননি এবং দলীয় মনোনয়নপত্রে তার ভোটার নম্বরও উল্লেখ করা হয়নি বলে মঞ্জুর অভিযোগ।

লিখিত অভিযোগে আরও বলা হয়, স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা ২০১০ এর ১২ ধারা অনুযায়ী মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা দাখিল করার বিধান রয়েছে। ওই হলফনামায় তথ্য গোপন করলে কিংবা মিথ্যা তথ্য প্রদান করলে তার প্রার্থিতা বাতিলের বিধান রয়েছে।

অভিযোগ তদন্তপূর্বক মনোনয়নপত্র বাতিল এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান তিনি।

জ্যেষ্ঠ জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. হুমায়ুন কবির অভিযোগ গ্রহণ করার কথা স্বীকার করেছেন।