গাজীপুরে ২২ কাউন্সিলর পদে মনোনয়নপত্র বাতিল

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ১৯ কাউন্সিলর ও তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলরের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2018, 05:33 PM
Updated : 16 April 2018, 05:36 PM

সোমবার ছিল মনোনয়নপত্র বাছাইয়ের শেষদিন।

এর আগে রোববার বাছাই শুরুর দিনই ১০ মেয়র পদের প্রার্থীদের মনোয়নপত্র বাছাই শেষ হয়। মেয়র পদে একজনের মনোনয়নপত্র বাতিল হয়।

নির্বাচনের রিটার্নিং অফিসার মো. রকিব উদ্দিন মন্ডল জানান, ৫৭টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলদের ২৯৪টি মনোনয়নপত্রের মধ্যে ১৯টি, সংরক্ষিত ১৯টি ওয়ার্ডের নারী কাউন্সিলরদের ৮৭টি মনোনয়নপত্রের মধ্যে তিনটি বাতিল হয়েছে।

রকিব উদ্দিন মন্ডল জানান, বাছাইশেষে মেয়র পদের বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মো. জাহাঙ্গীর আলম, বিএনপির মো. হাসান উদ্দিন সরকার, জাসদের রাশেদুল হাসান রানা, ইসলামী ঐক্যজোটের মো. ফজলুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের নাসির উদ্দিন, ইসলামী ফ্রন্টের মো. জালাল উদ্দিন, কমিউনিস্ট পার্টির গাজী রুহুল আমিন এবং স্বতন্ত্র ফারিদ উদ্দিন ও মো. সানাউল্লাহ।

১৫ ও ১৬ এপ্রিল ছিল মনোনয়নপত্র বাছাইয়ের দিন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৩ এপ্রিল, প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৪ এপ্রিল। আগামী ১৫ মে ভোট গ্রহণ করা হবে।