রাবি শিক্ষক অমৃতলাল বালা মারা গেছেন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক অমৃতলাল বালা মারা গেছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2018, 01:53 PM
Updated : 16 April 2018, 01:54 PM
সোমবার বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৬ বছর।

অমৃতলাল গত বছরের জুলাই মাস থেকে অবসর প্রস্তুতিকালীন ছুটি কাটাচ্ছিলেন। তিনি ডায়াবেটিস ও কিডনিজনিত রোগে ভুগছিলেন।

সোমবার বেলা ৩টায় রাজশাহীতে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

অমৃতলাল বালার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান ও উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহাসহ তার সহকর্মী ও ছাত্ররা শোক প্রকাশ করেছেন।

১৯৯১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। ২০০৪ সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন। ২০১৫ সালের ১৬ মে থেকে ২০১৭ সালের ২৯ জুন পর্যন্ত তিনি বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

তার উল্লেখযোগ্য গ্রন্থ ‘পদ্মাবতী সমীক্ষা’ (১৯৯৭), ‘ম্যাকবেথ বীক্ষণ’ (১৯৯৮), ‘মশাররফ মানস ও জমীদার দর্পণ’ (২০০১), ‘দৌলতকাজী কবি ও কাব্য’ (২০০১), ‘রবীন্দ্রনাথ ও বাংলার লোকসংস্কৃতি’ (২০০৩) প্রভৃতি।