গাজীপুরে ৯ মেয়র পদপ্রার্থীর মনোনয়নপত্র বৈধ

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিন ১০ মেয়র পদপ্রার্থীর মধ্যে নয়জনের প্রার্থিতা বৈধ হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2018, 02:46 PM
Updated : 15 April 2018, 03:27 PM

রিটার্নিং অফিসার মো. রকিব উদ্দিন মন্ডল জানান, রোববার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রথম দিনে ১০ মেয়র পদপ্রার্থীর মধ্যে একজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মো. জাহাঙ্গীর আলম, বিএনপির মো. হাসান উদ্দিন সরকার, জাসদের রাশেদুল হাসান রানা, ইসলামী ঐক্যজোটের মো. ফজলুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের নাসির উদ্দিন, ইসলামী ফ্রন্টের মো. জালাল উদ্দিন, কমিউনিস্ট পার্টির গাজী রুহুল আমিন, স্বতন্ত্র ফারিদ উদ্দিন ও মো. সানাউল্লাহ।

সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, স্বতন্ত্র প্রার্থী মো. আফছার উদ্দিনের সমর্থনকারী পাঁচজন ভোটারের স্বাক্ষর যাচাই করাকালে একজন নিজে স্বাক্ষর করেননি বলে প্রতীয়মান হয়। বাকি চারজনকে খুঁজে পাওয়া যায়নি এবং প্রার্থীও তাদের হাজির করতে পারেননি।

“তাই তার প্রার্থিতা বাতিল করা হয়।”

জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান জানান, মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ১২ এপ্রিল পর্যন্ত মেয়র পদে ১০ জন মনোয়নপত্র দাখিল করেন। ১৫ ও ১৬ এপ্রিল যাচাই বাছাইয়ের দিন।

নির্বাচন অফিস জানায়, সাধারণ কাউন্সিলর পদে ২৯৪ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এসব কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরের সংখ্যা বেশি হওয়ায় একদিনে তা বাছাই করার কাজ শেষ হয়নি। সোমবারের মধ্যে ওইসব বাছাই করা শেষ হবে।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ এপ্রিল, প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৪ এপ্রিল। আগামী ১৫ মে ভোট গ্রহণ হবে।