কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় নিহত ৪

কিশোরগঞ্জে পৃথক দুর্ঘটনায় চারজন নিহত ও চারজন আহত হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2018, 11:45 AM
Updated : 15 April 2018, 11:45 AM

রোববার কুলিয়ারচর উপজেলার আগরপুর এলাকায় ট্রাক্টর ও অটোরিকশা সংঘর্ষে তিনজন এবং পাকুন্দিয়ায় মোটরসাইকে থেকে ছিটকে বাসের নিচে পড়ে এক শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন, অটোরিকশা চালক লালন মিয়া (৩৫), যাত্রী শাহীন (২২) ও করিম (২৮) এবং পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া এলাকার শরীফুল ইসলামের মেয়ে সাবিহা (৬)।

আহতদের মধ্যে দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুলিয়ারচর থানার ওসি মো. নান্নু মোল্লা জানান, বাজিতপুর থেকে ভৈরবগামী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সংঘর্ষ হলে চালকসহ চার যাত্রী আহত হয়।

“তাদের বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর শাহীন ও করিম মারা যান। আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান চালক লালন মিয়া।”

পাকুন্দিয়ায় মোটরসাইকেলে বাবা-মায়ের পাশ থেকে ছিটকে বাসের নিচে চাপা পড়ে নিহত হয়েছে সাবিহা। এতে তার বাবা-মা আহত হয়েছে।

বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বরাটিয়া চৌরাস্তায় এ দুর্ঘটনাটি ঘটে বলে পাকুন্দিয়া থানার ওসি আজহারুল ইসলাম সরকার জানান।

তিনি বলেন, সাবিহা বাবা-মায়ের সঙ্গে মোটরসাইকেলে করে কিশোরগঞ্জ শহরে যাচ্ছিল। পথে বরাটিয়া চৌরাস্তায় ঢাকাগামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ এড়ানোর সময় মোটরসাইকেল থেকে ছিটকে বাসের নিচে পড়ে যায় সাবিহা।

“এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

দুর্ঘটনার পর বাসটিকে আটক করা হয়েছে বলে জানান তিনি।