সিটি করপোরেশন নির্বাচন: খুলনার ৫ মেয়র প্রার্থীই বৈধ

যাচাই-বাছাই শেষে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদে মনোনয়নপত্র জমা দেওয়া পাঁচ প্রার্থীকেই বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2018, 07:39 AM
Updated : 15 April 2018, 07:39 AM

রোববার যাচাই-বাছাই শেষে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী মেয়র পদে সব প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

এরা হলেন আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেক, বিএনপির নজরুল ইসলাম মঞ্জু, জাতীয় পার্টির শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুজ্জাম্মিল হক এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মিজানুর রহমান বাবু।

দুই দিন ব্যাপী মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিন রোববার মেয়রদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়েছে। সোমবার পর্যন্ত সংরক্ষিত ওয়ার্ড ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলরদের মনোনয়নপত্র বাছাই করা হবে বলে জানান আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

আগামী ১৫ মে খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের কথা রয়েছে। তফসিল অনুসারে ১৫-১৬ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং প্রত্যাহারের শেষ সময় ২৩ এপ্রিল।