পিরোজপুরে চাচাকে হত্যার অভিযোগ ভাতিজার বিরুদ্ধে  

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজার বিরুদ্ধে।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2018, 07:15 AM
Updated : 15 April 2018, 07:25 AM

রোববার ভোরে উপজেলার তুলাতলা গ্রামে এ ঘটনা ঘটে বলে মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমিন জানান।

নিহত আব্দুল লতিফ ঘরামীর (৫০) বাড়ি মঠবাড়িয়ার সদর ইউনিয়নের বকসীর ঘটিচোরা গ্রামে। সদর ইউয়িন পরিষদের সাবেক সদস্য ছিলেন তিনি।

পরিদর্শক মাজহারুল বলেন, গ্রামের একখণ্ড জমি নিয়ে ভাইয়ের ছেলে আলামিনের সঙ্গে লতিফের বিরোধ চলছিল। একটি মামলায় পিরোজপুর আদালতে হাজিরা দেওয়ার জন্য ভোর ৫টার দিকে চাচাতো ভাই ইদ্রিস ঘরামীকে নিয়ে বাড়ি থেকে বের হন লতিফ।

পথে আলামিনের নেতৃত্বে ৭/৮ জন যুবক তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় বলে জানান তিনি।

মাজজরুল বলেন, সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়ার পথে সকাল ৯টার দিকে লতিফের মৃত্যু হয়।

পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক ধারণা এ পুলিশ কর্মকর্তার।