শেরপুরের সাবেক সাংসদ খুররম মারা গেছেন  

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. খুররম আর নেই।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 April 2018, 12:50 PM
Updated : 14 April 2018, 12:50 PM

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্য ও দলের নেতাকর্মীরা জানান।

খন্দকার মো. খুররম (৬৫) স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ, ডায়াবেটিকসহ নানা রোগে ভুগছিলেন। গত ৭ এপ্রিল তিনি বারডেম হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে তার ছোট ভাই খন্দকার ফারুক আহমেদ জানান।

ফারুক জানান, রোববার সকাল ১১টায় রাজধানীর সংসদ ভবন চত্বরে প্রথম নামাজে জানাজা হবে। পরে ওইদিন বাদ এশা জামালপুর, ১৬ এপ্রিল সোমবার সকাল ৯টায় শেরপুর সদরে, সকাল ১১টায় ঝিনাইগাতী উপজেলায়, দুপুর ২টায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে এবং বিকাল ৫টায় গ্রামের বাড়ী ভায়াডাঙ্গা এলাকার হাঁসধরা গ্রামে নামাজে জানাজা হবে।

ওইদিনই (সোমবার) পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

শেরপুরের শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা এলাকার হাঁসধরা গ্রামে জন্মগ্রহণ করেন খন্দকার মো. খুররম।

১৯৮৬ সালে তিনি জাসদের মনোনয়ন নিয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর জাতীয় পার্টিতে যোগ দিয়ে ওই দল থেকে ৮৮ সালে সংসদ সদস্য হন। ২০০৮ সালে যোগ দেন আওয়ামী লীগে।

তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ সভাপতি ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, শেরপুর-২ আসনের সংসদ সদস্য ফজলুল হক চাঁন, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, জেলা বিএনপি সভাপতি মাহমুদুল হক রুবেল শোক প্রকাশ করেছেন।