খুলনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮

খুলনা নগরীর আহসান আহমেদ রোডে ফাস্ট ফুডের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছে।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2018, 11:30 AM
Updated : 13 April 2018, 12:06 PM

সদর থানার ওসি এম এম মিজানুর রহমান জানান, শুক্রবার বেলা ১২টার দিকে আহসান আহমেদ রোডে রোস্টার কিং নামের দোকানটির রান্নাঘরের একটি গ্যাস সিলন্ডার বিস্ফোরিত হয়। এ সময় আগুন ধরে ছড়িয়ে পড়ে।

দগ্ধদের মধ্যে রয়েছেন দোকানের মালিক আল আমিন, প্রতিবেশী  আবু তাহের, ফায়ার ব্রিগেডের লিডার মামুন, ফায়ারম্যান ফরিদ ও ফায়ারম্যান মেজবাহ। এছাড়া একজন মুরগি সরবরাহকারী ও দোকানের দুই কর্মচারী দগ্ধ হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

দগ্ধদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মিজানুর বলেন, তিনতালা ভবনের নিচতালায় দোকানটির পেছনে রয়েছে রান্নাঘর। সেখানে একটি গ্যাস সিলন্ডার বিস্ফোরিত হয়। আরও একটি সিলিন্ডার লিক হয়ে আগুন দ্রুত বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এতে রান্নাঘরের লোকজন ও রান্নাঘরের পাশের বাড়ির আবু তাহের দগ্ধ হন।

“তাছাড়া আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের তিন কর্মী দগ্ধ হন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।”

পরে ফায়ারম্যান ফরিদসহ তিনজনকে ঢাকায় পাঠানো হয় বলে জানান হাসপাতালের চিকিৎসক শাহরিয়ার শরীফ।

খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর রবিউল ইসলাম জানিয়েছেন, পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।