ঝিনাইদহে শিব-গৌরী সেজে নেচে-গেয়ে বর্ষ বিদায়

বাংলা বছরের শেষ দিনে ঝিনাইদহের বিভিন্ন এলাকায় চৈত্র সংক্রান্তি উৎসব হচ্ছে। শিব-গৌরী সেজে নেচে-গেয়ে বিদায় দেওয়া হচ্ছে পুরনো বছরকে।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2018, 07:36 AM
Updated : 13 April 2018, 07:36 AM

শুক্রবার সকালে জেলা শহরের ষাটবাড়িয়া, শোইলকোপা উপজেলার দুধশর ও ভাটই গ্রামের গিয়ে গ্রামবাসীকে উৎসব উদযাপন করতে দেখা গেছে।

এছাড়া মহেশপুর ও শোইলকোপা উপজেলায় উৎসবের খবর দিয়েছে এলাকাবাসী।

উৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের পুরুষেরা কেউ কেউ মাথায় পাট, হাতে বেতের ছড়ি আর দু-একজন ধূপের ধোঁয়া ছড়িয়ে নেচে-গেয়ে আনন্দের সঙ্গে পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে আহ্বান করছেন।

সদর উপজেলার কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা সুশান্ত কুমার বসু (৬৫) বলেন, “সূর্যের তেজ প্রশমন ও বৃষ্টির আশায় কৃষিজীবী সমাজ বহু অতীতে চৈত্রসংক্রান্তি উৎসব উদ্ভাবন করে।

“পূজারিরা দুজন শিব ও গৌরী সেজে নৃত্য করেন। অন্যরা তাদের সঙ্গে গণ, প্রেত, নন্দী, ভৃঙ্গি সেজে নাচ করেন। এ সময় গাওয়া হয় শিবের আরাধনামূলক ভক্তির গান। এতে থাকে শিবের নিদ্রাভঙ্গ, বিয়ে ও গৃহস্থ জীবনের আলোকপাত।”

সুশান্ত কুমার তাদের গ্রামে চৈত্র সংক্রান্তির উৎসব হচ্ছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

মহেশপুর উপজেলার ফতেহপুর গ্রামের বাসিন্দা ষাটোর্ধ্ব আবদুর রহমান বলেন, তাদের গ্রামেও চৈত্র সংক্রান্তির উৎসব হয়েছে।