চুয়াডাঙ্গায় হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় একজনকে হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2018, 10:38 AM
Updated : 12 April 2018, 10:38 AM

চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ জাকির হোসেন খান বৃহস্পতিবার চার বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন – ওই উপজেলার গোবিন্দহুদা গ্রামের নূর বকসের ছেলে জয়নুর, ওয়াজ, ছোট বুড়ো, মওলা বকসের ছেলে কুদ্দুস ও মসলেমের ছেলে লতিফ।

রায় ঘোষণার সময় তারা আদালতে ছিলেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার আরও নয় আসামিকে আদালত খালাস দিয়েছে।

চুয়াডাঙ্গার জজ আদালতের এপিপি বেলাল হোসেন মামলার নথির বরাতে বলেন, ২০১৪ সালের ১৬ জানুয়ারি দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের মহসিন আলীকে কুপিয়ে আহত করা হয়।

পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই দিনই তার স্ত্রী নিলুফা বেগম বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আমিনুল ইসলাম ২০১৫ সালের ২০ জানুয়ারি ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

এ মামলায় আদালত ১৩ জনের সাক্ষ্য নিয়েছে জানিয়ে এপিপি বেলাল বলেন, “অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে।”

মামলার অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দিয়েছে বলে তিনি জানান।