খুলনা-যশোর সড়কে পাটকল শ্রমিকদের অবরোধ

খুলনায় দুই বছর ধরে বন্ধ থাকা একটি ব্যক্তি মালিকানাধীন পাটকলের শ্রমিকেরা বকেয়া পাওনা পরিশোধ ও উৎপাদন শুরুর দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে।  

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2018, 05:01 AM
Updated : 12 April 2018, 05:01 AM

জুট স্পিনার্স মিল নামের ওই পাটকলের শ্রমিকরা বৃহস্পতিবার সকাল ৯টার দিকে খুলনা-যশোর মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিকদের দাবি আদায় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদের নেতৃত্বে এই অবরোধের কারণে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

দাবি আদায় কমিটির সদস্য সচিব শাহ মো. মনিরুল ইসলাম জানান, বেলা ২টা পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে।

“দীর্ঘ ২২ মাস জুট স্পিনার্স মিল বন্ধ। শ্রমিক-কর্মচারী, কর্মকর্তারা তাদের বকেয়া বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি।”

খানজাহান আলী থানার ওসি মো. লিয়াকত আলী বলেন, শ্রমিকদের অবরোধের কারণে খুলনা-যশোর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে কোনো গোলযোগ ঘটেনি।