চুয়াডাঙ্গা সীমান্তে ৯টি স্বর্ণের বারসহ আটক ১

চুয়াডাঙ্গার সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় নয়টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ, যিনি বৈধ পথে বারত যাচ্ছিলেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2018, 02:15 PM
Updated : 11 April 2018, 02:15 PM

বুধবার দুপুরে দামুড়হুদা উপজেলার জয়নগর চেকপোস্ট থেকে তাকে আটক করা হয় বলে রাজস্ব কর্মকর্তা সঞ্জিত কুমার আচার্য জানান।

আটক আলামিন সর্দার (৪২) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।

দর্শনার চেক পোস্টের রাজস্ব কর্মকর্তা সঞ্জিত কুমার আচার্য জানান, পাসপোর্ট যাত্রী আলামিন সর্দার দুপুরে ভারত যাওয়ার জন্য ঢাকা থেকে বাসযোগে চুয়াডাঙ্গার দর্শনার জয়নগর সীমান্তে চেকপোস্টে আসেন।

“ইমিগ্রেশনের কাজ শেষ করে কাস্টমস অফিসে তল্লাশির সময় তার জুতার মধ্যে রাখা নয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার মূল্য ৪৫ লাখ টাকা।”

এ ব্যাপারে দামুড়হুদা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।