রাঙামাটিতে যুবককে গুলি করে হত্যা

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে, যাকে নিজেদের কর্মী বলে দাবি করেছে ইউপিডিএফ।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2018, 11:04 AM
Updated : 11 April 2018, 11:04 AM

বুধবার দুপুরে নানিয়ারচর উপজেলা ও খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সীমান্তবর্তী ফরেস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে বলে নানিয়ারচর থানার ওসি আব্দুল লতিফ জানান।

নিহত জনি তংচঙ্গ্যাকে (৩২) ইউপিডিএফ কর্মী দাবি করেছেন পাহাড়ী ছাত্র পরিষদ নেতা কুনেন্টু চাকমা।

সেইসঙ্গে হত্যার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (এমএনলারমা) দায়ী করেছেন তিনি।

তবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএনলারমা) নেতা নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফের মিথ্যা অপপ্রচার ও ভাওতাবাজি বলে দাবি করছেন।

দুপুরে ফরেস্ট অফিস এলাকায় একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় একদল সশস্ত্র লোক এসে তাকে গুলি করে হত্যা করে বলে স্থানীয়রা জানায়।

ওসি আব্দুল লতিফ বলেন, “ঘটনাস্থলটি বেশ দূরে। আমরা সেখানে যাচ্ছি। ফিরে আসার পর বিস্তারিত জানাতে পারব।

“তবে প্রাথমিকভাবে জেনেছি, সেখানে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে।”