ইলিশ ধরায় চাঁদপুরে ৯ জেলেকে কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরে মেঘনা নদীতে ইলিশ ধরার অপরাধে নয় জেলেকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2018, 09:14 AM
Updated : 11 April 2018, 09:14 AM

বুধবার সকালে চাঁদপুরের জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র পাল এ আদেশ দেন।

দণ্ডিতরা হলেন- মতলব উত্তর উপজেলার দক্ষিণ রাপমুরের মো. রাসেল (৩০), মুক্তি পল্লি গ্রামের মো. মনসুর আলী (৪৫), কুমিল্লা জেলার মেঘনা থানার চাল্লিভাঙ্গা গ্রামের সোহরাব (৪২), জাকির হোসেন (২৩), রুবেল (২০), মো. দিনার (২৫), আলম (২০), দ্বীন ইসলাম (২২) ও আনোয়ার হোসেন (৩২)।

ইলিশ অভয়াশ্রম কর্মসূচির আওতায় চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীর ৬০ কিলোমিটার এলাকায় মার্চ-এপ্রিল দুই মাস ইলিশসহ সকল ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুদ বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী বলেন, বুধবার সকাল ও মঙ্গলবার রাতভর চাঁদপুরে মেঘনা নদী মোহনা ও রাজরাজেশ্বর চর এলাকায় অভিযান চালিয়ে মৎস্য বিভাগ ও নৌ পুলিশ নয় জেলেকে আটক করে।

“এ সময় তাদের কাছ থেকে এক হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল, পাঁচটি ইঞ্জিন চালিত মাছ ধরার কাঠের নৌকা, ও দশ কেজি পাঙ্গাস মাছের পোনা জব্দ করা হয়।”

পরে ভ্রাম্যমাণ আদলত বসিয়ে তাদের সাজা দেওয়া হয় বলে এ মৎস কর্মকর্তা জানান।