টাকা আত্মসাতের মামলায় শেরপুরে ইউপি চেয়ারম্যান কারাগারে

অর্থ আত্মসাতের মামলায় শেরপুরের এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারকে কারাগারে পাঠিয়েছে আদালত।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2018, 06:15 AM
Updated : 11 April 2018, 06:20 AM

তারা হলেন- শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও মেম্বার আবু সামা।

শেরপুরের জেষ্ঠ্য বিচারিক হাকিম সরকার হাসান শাহরিয়ারের আদালতে হাজির হয়ে মঙ্গলবার দুপুরে আসামিরা জামিনের আবেদন করেন।শুনানি শেষে বিচারক তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বরাতে বাদী পক্ষের আইনজীবী তারিকুল ইসলাম ভাসানী জানান, সরকারিভাবে বাড়ি বানিয়ে দেওয়ার কথা ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও মেম্বার আবু সামা গড়জরিপা গ্রামের মো. মোজাম্মেল মিয়ার স্ত্রী মাজেদা বেগমের কাছ থেকে ২২ হাজার টাকা গ্রহণ করেন।

দীর্র্ঘদিন পরও বাড়ি বানিয়ে না দেওয়ায় মাজেদা টাকা ফেরত চাইলে তারা তার স্বামীকে মারধর করেন।

এ ঘটনায় ২০১৭ সালের ২২ অগাস্ট মাজেদা বাদী হয়ে টাকা আত্মসাতের অভিযোগে আজাদ ও সামাকে আসামি করে একটি মামলা করেন।

তদন্ত শেষে শেরপুর সিআইডির এসআই মনিরুল আলম ভূইয়া ২০১৮ সালের ২০ জানুয়ারি আসামিদের নামে আদালতে অভিযোগপত্র জমা দেন।