গোপালগঞ্জে বাস ধর্মঘট প্রত্যাহার

গোপালগঞ্জে অভ্যন্তরীণ রুটে রোববার শুরু করা বাস ধর্মঘট দুদিন পর প্রত্যাহার করা হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2018, 12:18 PM
Updated : 10 April 2018, 12:18 PM

মঙ্গলবার বিকালে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এক সমঝোতা বৈঠক থেকে বাস ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।  

জেলা বাস মালিক সমিতির সভাপতি আবুল হোসেন বলেন, “গাড়ি পোড়ানোর ঘটনায় পুলিশ মামলা করেছে। এছাড়া সমঝোতা বৈঠকে প্রশাসন ও পুলিশ আমাদের সব দাবি মেনে নিয়েছে। তারা দ্রুত এসব দাবি পূরণের আশ্বাস দিয়েছে।

“এ কারণে আমরা মঙ্গলবার বিকাল থেকে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি।”

তিনি জানান, জেলা প্রশাসন, পুলিশ, জেলা বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, পুলিশ সুপার মুহাম্মদ সাঈদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, বাস মালিক সমিতির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান লিটন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাসু শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

গত রেবাবার ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে একটি বাস উল্টে পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রসহ দুই জন নিহত হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই বাসটি জ্বালিয়ে দেয়। বেশ কিছু যানবাহন ভাংচুরও করে।

এ ঘটনার প্রতিবাদে ও মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে জেলা বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ রোববার থেকেই জেলার অভ্যন্তরীণ রুটে বাস ধর্মঘট শুরু করে।