সুনামগঞ্জে বালুচাপায় ২ নারী শ্রমিক নিহত

সুনামগঞ্জের চলতি নদীতে পাথর কুড়াতে গিয়ে বালুচাপায় দুই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2018, 06:57 AM
Updated : 10 April 2018, 10:26 AM

নিহতরা হলেন - সদর উপজেলার জাহাঙ্গীর ইউনিয়নের ডলুরা গুচ্ছগ্রামের খুরশেদ মিয়ার মেয়ে আলেয়া বেগম (৪০) ও  একই ইউনিয়নের ফেনিবিল গ্রামের চান মিয়ার স্ত্রী রহিমা বেগম(৩১)।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাবীবউল্লাহ জানান, মঙ্গলবার সকালে নারী শ্রমিকরা চলতি নদী থেকে পাথর তুলছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে বালুচাপায় আলেয়া ও রহিমা মারা যান।

নদীর তীরে একটি গর্তে নেমে পাথর তোলার সময় পাড় ধসে পড়লে তার নিচে চাপা পড়ে তারা মারা যান বলে এলাকাবাসী জানিয়েছে।

নিহত আলেয়ার মা রাশেদা বেগম বলেন, তার মেয়ে দৈনিক সকালে নদীতে পাথর কুড়াতে যান।

“মঙ্গলবারও ভোরে কাজের জন্য নদীতে যায়। পরে এলাকার লোকজন এসে খবর দেয় যে আলেয়া বালুর নিচে চাপা পইড়া মারা গেছে।”

ডলুরা এলাকায় দরিদ্র অনেকে চলতি নদীতে পাথর কুড়িয়ে বিক্রি করেন জানিয়ে ডলুরা গুচ্ছগ্রামের গ্রাম পুলিশ নূরুল আমিন বলেন, তাদের কাছ থেকে পাথর কিনে নিয়ে ব্যবসায়ীরা দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করেন।

মঙ্গলবার পাথর কুড়াতে গিয়ে দুইজনের মৃত্যু হয় জানিয়ে তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন গিয়ে লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।