খুলনায় ২ পক্ষের সংঘর্ষে আ. লীগ নেতা নিহত

খুলনার তেরখাদা উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে ইউনিয়ন পরিষদ সদস্য এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে; এছাড়া এ সংঘর্ষে নারীসহ আরও চারজন আহত হয়েছেন।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2018, 09:06 AM
Updated : 9 April 2018, 09:07 AM

নিহত গোলাম মওলা (৫০) তেরখাদা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

তেরখাদা থানার ওসি সালেকুজ্জামান বলেন, কৃষকলীগ নেতা ঝিলু মিয়া মুন্সী ও গোলাম মওলার মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারের বিরোধ ছিল।

এ বিরোধের জেরে সোমবার সকালে বাগবিতণ্ডা হয় জানিয়ে তিনি বলেন, পরে তাদের সমর্থকদের মধ্যে আটালিয়া গ্রামের খামার বিল এলাকায় প্রায় ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা-ধাওয়া হয়। সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মওলাকে কুপিয়ে হত্যা করা হয়।

এছাড়া লিপি বেগম (৪৫), সোহেল শেখ (২৫), সাবিনা ইয়াসমিন (৪০) ও নিহত গোলাম মওলার ছেলে খালিদ শেখ (২৫) আহত হলে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানান ওসি সালেকুজ্জামান।