ঢাবিতে হামলার প্রতিবাদে রাবিতে মধ্যরাতে বিক্ষোভ

ঢাকায় চাকরি প্রার্থীদের কোটা সংস্কার আন্দোলনে হামলার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2018, 05:48 AM
Updated : 9 April 2018, 05:48 AM

রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় সাড়ে চার ঘণ্টা অবরোধ করে রাখার পর রোববার রাত ৮টার দিকে লাঠিপেটাসহ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের উঠিয়ে দেয় ‍পুলিশ।

তখন অবরোধকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দিকে পিছু হটলে তাদের ওপর চড়াও হয় ছাত্রলীগের একদল নেতা-কর্মী।

এর প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে সোমবার রাত ১টায় বিক্ষোভ মিছিল বের হয়ে আবাসিক হলগুলো প্রদক্ষিণ করে। পরে প্রধান ফটকে গিয়ে অবস্থান নেয়। হাজার হাজার শিক্ষার্থী ঢাকা-রাজশাহী মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ করে রাখে; আগুন জ্বেলে বিক্ষোভ দেখায়।

আন্দোলনকারী শিক্ষার্থী রবিউল ইসলাম বলেন, “ঢাকায় শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের ন্যক্কারজনক হামলার প্রতিবাদে আজ আমরা জনসমুদ্রে পরিণত হয়েছি। যত দিন কোটা সংস্কার করা না হবে, তত দিন আমাদের এ আন্দোলন চলবে।”

রাত আড়াইটার দিকে তারা সড়ক ছেড়ে ক্যাম্পাসে ফিরে যান।

এর আগে রোববার দুপুরেও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-রাজশাহী মহাসড়ক চার ঘণ্টা অবরোধ করে আন্দোলন করেন এই শিক্ষার্থীরা।