টুঙ্গিপাড়ায় সংঘর্ষে ২ জন নিহত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমির বিরোধে দুদলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ১৪ জন।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2018, 05:03 PM
Updated : 8 April 2018, 05:03 PM

রোববার ডুমুরিয়া ইউনিয়নের মধুখালী গ্রামে এ সংষর্ষ হয় বলে টুঙ্গিপাড়া থানার ওসি এ কে এম এনামুল হক জানান।

নিহতরা হলেন মধুখালী  গ্রামের আব্দুস সামাদ শেখের ছেলে আবুল কালাম ওরফে মন্টু শেখ (৬০) ও হাবিবুল্লাহ  শেখ (২২)।

আহতদের মধ্যে ১১ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল, খুলনা জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এলাকাবাসীর বরাত দিয়ে টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ আলম জানান, বসত বাড়ির জায়গা নিয়ে মন্টু শেখে ও প্রতিবেশী বাবুল শেখের মধ্যে বিরোধ চলে আসছিল। এ জমির মামলায় সম্প্রতি মন্টু শেখ আদালতের রায় পান।

“সকাল ৭টার দিকে ওই জায়গায় ঘর তোলা শুরু করেন মন্টুর লোকজন। এ সময় বাবুল শেখের নেতৃত্বে ২০/২৫ জন তাদের উপর হামলা করে।”

ফিরোজ আলম জানান, পরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৬ জন আহত হয়। মন্টুকে প্রথমে টুঙ্গিপাড়া ও পরে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে খুলনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়; সেখানে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

এছাড়া হাবিবুল্লাহকে খুলনা থেকে ঢাকা নেওয়ার পথে বিকালে তার মৃ্ত্যু হয় বলে জানান পরিদর্শক ফিরোজ।

ওসি এনামুল জানান, এ ব্যাপারে মন্টু শেখের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।