চাঁদপুরে ছিনতাই মামলায় ২ জনের কারাদণ্ড

একটি ছিনতাইয়ের মামলায় চাঁদপুরে দুই ব্যক্তিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2018, 04:12 PM
Updated : 8 April 2018, 04:12 PM

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি মো. আমান উল্যাহ জানান, রোববার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সালেহ উদ্দিন আহমদ এই রায় দেন।

রায়ে তাদের কারাদণ্ড ছাড়াও প্রত্যেককে দুই হাজার টাকা করে অর্থদণ্ডও করা হয়, যা অনাদায়ে আরও তিন মাস করে বিনাশ্রম কারাভোগ করতে হবে।

দণ্ডিতরা হলেন হাজীগঞ্জ পৌর এলাকার মধ্য বলাখাল গ্রামের শামছুল হকের ছেলে মো. বাচ্চু মিয়া ও মৃত নুর মোহাম্মদের ছেলে মো. ইউনুছ ওরফে বাবুল।

ইউনুছ পলাতক রয়েছেন। বাচ্চু মিয়া জেল হাজতে আছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ২৬ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে ব্যবসায়ী আব্দুর রহিম তার চা দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে স্থানীয় ঠাকুর ও মিজির বাড়ির রাস্তায় আসামিরা তাকে হামলায় আহত করে এবং তার সঙ্গে থাকা ৫২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

আহত হয়ে রহিম হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

এই ঘটনায় ২৬ ডিসেম্বর আব্দুর রহিমের জেঠাত ভাই জয়নাল মিয়াজী বাদী হয়ে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা হাজীগঞ্জ থানার এসআই কাজী রবিউল হক ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি অভিযোগপত্র দেন।