ছুটির দিনে নরসিংদীর সড়কে লাশ হলেন ৯ জন

ছুটির দিন শুক্রবার নরসিংদী সদর, রায়পুরা ও মাধবদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত নয়জনের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদকও নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 April 2018, 11:17 AM
Updated : 6 April 2018, 01:19 PM

তাদের মধ্যে চারজন এক মোটরসাইকেলে চলার সময় বাসচাপায় মারা যান বলে পুলিশের ভাষ্য।

এছাড়া একটি বাস পথে অন্তত তিন জায়গায় দুর্ঘটনা ঘটায় বলে এলাকাবাসী জানিয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর।

রায়পুরায় বাসচাপায় মারা গেছেন ৪ মোটরসাইল আরোহী

রায়পুরা থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চারারবাগ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে এক পথচারীও আহত হন।

নিহতরা হলেন - ইয়ামিন (২৩), ডালিম (১৭), রমজান (১৭) ও সোহাগ (১৭)। ইয়ামিনের বাড়ি শিবপুরের ঘাসিরদিয়া। অন্যদের বাড়ি মরজালে।

ওই চারজন বিভিন্ন পোল্ট্রি ফার্মে মুরগির ভ্যাকসিন দেওয়ার কাজ করতেন বলে জানান ভৈরব হাইওয়ে থানার ওসি একেএম কাউসার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শিবপুর উপজেলার ইটাখোলা থেকে একটি মোটরসাইকেলে করে তারা চারজন ভৈরবের দিকে যাচ্ছিলেন। পথে কিশোরগঞ্জ থেকে ঢাকামুখী অনন্যা সুপার এক্সপ্রেসের একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

“সবাই ছিল এক মোটরসাইকেলে। চালাচ্ছিলেন ইয়ামিন। বাকিরা পেছনে বসেছিলেন। তাদের কারও মাথায় হেলমেট ছিল না।”

রায়পুরা থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, “বেপরোয়াভাবে মোটরসাইকেল চালনার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।”

পুলিশ লাশ উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানায় নিয়ে গেছে।

সদরে মাইক্রোবাসের চাপায় মারা গেছেন মোটরসাইকেল আরোহী দম্পতি

সদর থানার ওসি সৈয়দুজ্জামান জানান, ঢাকা-সিলেট মহাসড়কের বাগাটা এলাকায় বেলা সোয়া ১টার দিকে দ্রুতগামী মাইক্রোবাসের চাপায় তারা মারা যান।

নিহতরা হলেন – দুবাই প্রবাসী আমিনুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী মানসুরা বেগম (৩০)।

আমিনুল তার স্ত্রীকে নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন বলে তার মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

ওসি সৈয়দুজ্জামান বলেন, “বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের চাপায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে দুবাই প্রবাসী আমিনুল ও মানসুরার ঘটনাস্থলেই মৃত্যু হয়।”

লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মাধবদীতে বাসচাপায় মারা গেছেন অটোরিকশার ৩ যাত্রী

মাধবদী থানার ওসি মো. ইলিয়াস মোল্লা বলেন, বেলা দেড়টার দিকে মাধবদী পুরাতন বাসস্ট্যান্ডের রাইন মার্কেটের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে একটি বাস অটোরিকশাকে চাপা দিলে এর চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান।

নিহতদের মধ্যে দুইজন হলেন - অটোরিকশার যাত্রী রতন মিয়া (৪৫) ও পথচারী মকবুল হোসেন।

অটোরিকশার চালকের বয়স আনুমানিক ৩৪ বছর বলে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি। তবে স্থানীয়রা চালকের নাম নয়ন মিয়া বলে জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ঢাকা থেকে হবিগঞ্জগামী অগ্রদূত পরিবহনের বাসটি অটোরিকশা ছাড়াও দুটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়।

তানভীর নামে একজন প্রাইভেটকার চালক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসটি বেপরোয়া গতিতে চলছিল।

“রাইন মার্কেটের তিন কিলোমিটার আগে পুরিন্দা এলাকায় একটি প্রাইভেটকারকে ধাক্কা দিয়েছিল বাসটি।”

তানভীর তার গাড়ি নিয়ে ওই বাসের পেছন পেছন আসছিলেন বলে জানান।

পুলিশ বাসটি আটক করলেও চালককে ধরতে পারেনি। এ বিষয়ে ওসি ইলিয়াস বলেন, “চালক পালিয়ে গেছে।”