নরসিংদীর সড়কে প্রাণ গেল ৪ বাইক আরোহীর

নরসিংদীর রায়পুরা উপজেলায় বাসের চাপায় চার মোটরসাইল আরোহীর মৃত্যু হয়েছে।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 April 2018, 02:54 AM
Updated : 6 April 2018, 05:31 AM

রায়পুরা থানার ওসি মো. দেলোয়ার হোসেন জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চারারবাগ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনায় এক পথচারীও আহত হয়েছেন।

নিহতরা হলেন- ইয়ামিন (২৩), ডালিম (১৭), রমজান (১৭) ও সোহাগ (১৭)। ইয়ামিনের বাড়ি শিবপুরের ঘাসিরদিয়া; বাকিদের বাড়ি মরজালে।

ওই চারজন বিভিন্ন পোল্ট্রি ফার্মে মুরগির ভ্যাকসিন দেওয়ার কাজ করতেন বলে জানান ভৈরব হাইওয়ে থানার ওসি একেএম কাউসার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শিবপুর উপজেলার ইটাখোলা থেকে একটি মোটরসাইকেলে করে তারা চারজন ভৈরবের দিকে যাচ্ছিলেন। পথে কিশোরগঞ্জ থেকে ঢাকামুখী অনন্যা সুপার এক্সপ্রেসের একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

“সবাই ছিল এক মোটরসাইকেলে। চালাচ্ছিল ইয়ামিন, বাকিরা পেছনে বসেছিল। তাদের কারও মাথায় হেলমেট ছিল না।”

রায়পুরা থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, “বেপরোয়াভাবে মোটরসাইকেল চালনার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।”

পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে ভৈরব হাইওয়ে থানায় নিয়ে গেছে।