নবীনগরে উত্ত্যক্তের ঘটনায় সংঘর্ষ, ১ জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এক ছাত্রীকে উত্ত্যক্তের জেরে দুদলের সংঘর্ষের সময় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 April 2018, 04:16 PM
Updated : 4 April 2018, 04:16 PM

বুধবার কৃষ্ণনগর ইউনিয়নের গাজিরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আবদুল মান্নান (৪৫) গাজিরকান্দি গ্রামের মৃত মদন মিয়ার ছেলে।

সংঘর্ষের সময় মান্নানের মৃত্যু হলেও কোনো আঘাতে হয়েছে কি না তা পুলিশ নিশ্চিত করতে পারেনি।

নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ বিডিনিউজ টোয়েন্টিয়োর ডটকমকে বলেন, মঙ্গলবার গাজিরকান্দি গ্রামের উত্তরপাড়ার যুবক মোজাম্মেল দক্ষিণপাড়ার এক ছাত্রীর উদ্দেশে রাস্তায় হাত নাড়েন।

“এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ওই ছাত্রীর মামা স্বপন মিয়া মোজাম্মেল ও তার এক সহযোগীকে বকাঝকা করেন।”

রাজু আহমেদ বলেন, বুধবার দুপুরে স্বপন কয়েকজনকে সঙ্গে নিয়ে মাটি কাটার জন্য উত্তরপাড়া গেলে মোজাম্মেল ও তার সহযোগীরা স্বপনকে তাড়া করেন।

এর জেরে বিকাল সাড়ে ৪টার দিকে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তাদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে বলে জানান রাজু।

“সংঘর্ষের সময় আবদুল মান্নান দাঁড়িয়েছিলেন। এ সময় হঠাৎ করে আবদুল মান্নান অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”

পরিদর্শক রাজ আরও বলেন, লোকজন দাবি করছেন মান্নান ঢিল খেয়ে মারা গেছেন। তবে আমরা সুরতহাল করার সময় তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাইনি।”

মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানান।

পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।