সাতক্ষীরা সীমান্তে ২৭টি স্বর্ণের বার উদ্ধার

সাতক্ষীরার সীমান্ত দিয়ে ‘ভারতে পাচারকালে’ ২৭টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 April 2018, 01:08 PM
Updated : 4 April 2018, 01:08 PM

বুধবার সদর উপজেলার তলুইগাছা সীমান্ত সংলগ্ন এলাকায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সরকার মো. মোস্তাফিজুর রহমান বিকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি সাংবাদিকদের বলেন, স্বর্ণের একটি চালান ভারতে পাচারের জন্য নিয়ে আসা হয়েছে- এমন গোপন সংবাদ পেয়ে তলুইগাছা ক্যাম্পের বিজিবি সদস্যরা সীমান্তে সতর্ক অবস্থান নেন।

“এ সময় চোরাকারবারীরা বিজিবির অবস্থান বুঝতে পেরে রাস্তার উপর স্বর্ণের বারের প্যাকেটটি ফেলে পালিয়ে যায়। প্যাকেটটির ভিতরে তল্লাশি চালিয়ে ২৭টি স্বর্ণের বার পাওয়া যায়।”

উদ্ধার হওয়া স্বর্ণের বারের ওজন ও মূল্য পরে গণমাধ্যমকর্মীদের জানানো হবে বলে তিনি জানান।