মাদারীপুরে ভিন্ন সেটে এইচএসসি পরীক্ষা, ইউএনওসহ ৪ জনকে শোকজ

উচ্চ মাধ্যমিকে ভিন্ন সেটে পরীক্ষা নেওয়ায় মাদারীপুরে একটি কেন্দ্রের সচিবসহ চার জনকে কারণ দর্শনোর নোটিশ দিয়েছে জেলা প্রশাসক। 

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 April 2018, 04:55 PM
Updated : 3 April 2018, 05:00 PM

এছাড়া দায়িত্বে অবহেলার কারণে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যায় মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম একথা জানান।

জেলা প্রশাসক বলেন, সোমবার সারাদেশে এইচএসসি পরীক্ষায় বাংলা প্রথমপত্র ‘খ’ সেটে হলেও মাদারীপুরের কালকিনি উপজেলার তিন হাজার ৮৪ জন পরীক্ষার্থী ‘ক’ সেটে পরীক্ষা দেয়।

বিষয়টি জানাজা‌নি হলে উপজেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে সমালোচনা শুরু হয় জানিয়ে তিনি বলেন, এই কারণে কালকিনি উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটককে দায়িত্ব থেকে   অব্যাহতি দেওয়া হয়েছে।

“সেখানে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা তানজিল মুমুকে আগামীতে সকল পরীক্ষার দায়িত্ব দেওয়া হয়।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তিন কেন্দ্র সচিবকে সাত দিনের মধ্যে এ ঘটনার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।