নারায়ণগঞ্জে ভবনের নির্মাণ সামগ্রী পড়ে ২ ছাত্র আহত

নারায়ণগঞ্জের বন্দরে নির্মাণাধীন চারতলা ভবন থেকে নির্মাণ সামগ্রী পড়ে প্রাথমিক বিদ্যালয়ের দুই ছাত্র আহত হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 April 2018, 03:12 PM
Updated : 3 April 2018, 03:12 PM

মঙ্গলবার আমিন আবাসিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহত ৪৯ নম্বর বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র আবু সুফিয়ান (৬) ও সিফাতকে (৫) নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে আবু সুফিয়ানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।   

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, লিটন মিয়ার ছেলে আবু সুফিয়ান ও একই এলাকার বিল্লাল হোসেন মিয়ার ছেলে সিফাত ৪৯ বেলা ১১টার দিকে স্কুল ছুটি শেষে বাড়ি ফিরছিল।

পথে আমিন আবাসিক ৫ নম্বর গলিতে সৌদি আরব প্রবাসী মিজানুর মিয়ার নির্মাণাধীন চার তলা ভবনের সামনে রাস্তায় ওই ভবন থেকে সেন্টারিংয়ের কাঠ পড়লে তারা দুজন আহত হয়।

এলাকাবাসীর অভিযোগ, নিরাপত্তা বেষ্টনী ছাড়া নির্মাণ কাজ করায় ওই দুর্ঘটনায় দুই স্কুল ছাত্র মারাত্মকভাবে জখম হয়েছে।

বন্দর পুলিশ ফাঁড়ির পরিদর্শক এমদাদ হোসেন বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরির্দশন করেছি। দুর্ঘটনার পর থেকে ঠিকাদার হাবু পলাতক রয়েছেন। এ ব্যাপারে স্কুল ছাত্রের বাবা বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”