নাটোরে বৃদ্ধাকে অপহরণ ও হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

নাটোরের বড়াইগ্রামে এক নারীকে অপহরণের পর হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 April 2018, 01:43 PM
Updated : 3 April 2018, 01:43 PM

মঙ্গলবার বিকালে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হাসানুজ্জামান এ রায় দেন।

একইসঙ্গে ওই নারীর পুত্রবধূকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হাই জানান।

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন বনপাড়া পৌরসভার দিয়ারপাড়া মহল্লার চান মোল্লার ছেলে শামিম হোসেন, আব্দুর রহিমের ছেলে মিল্টন, আব্দুর রশিদের ছেলে সেলিম উদ্দিন, আকছেদ মোল্লার ছেলে আব্দুস সামাদ, মৃত নূরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম ও সিরাজুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম।

সাত বছরের দণ্ডপ্রাপ্ত বিউটি আক্তার ওই নারীর ছেলে কামরুল ইসলামের স্ত্রী।

মামলার নথির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ২০১২ সালের ৫ নভেম্বর দিয়ারপাড়ার আঙ্গুরা আবেদীনকে তার পুত্রবধূ বিউটি আক্তারের সহায়তায় অপহরণ ও পরে হত্যা করা হয়।

এ ঘটনার নিহতের আরেক ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে বড়াইগ্রাম আদালতে একটি অপহরণ ও হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।