মাদক মামলায় চাঁপাইনবাবগঞ্জে ৩ জনের যাবজ্জীবন

আলাদা দুটি মাদক মামলায় চাঁপাইনবাবগঞ্জে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 April 2018, 09:38 AM
Updated : 3 April 2018, 10:00 AM

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান মঙ্গলবার দুই বছর আগের এ দুটি মামলার রায় ঘোষণা করেন।

এছাড়া আদালত তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে তাদের আরো এক মাস করে বিনাশ্রম কারাভোগ করতে হবে।

সাজাপ্রাপ্তরা হলেন - সদর উপজেলার রাজপাড়ার আলতাফ হোসেনের ছেলে মো. শামসুদ্দীন (৫০), চরহরিশপুরের কচিমুদ্দীনের ছেলে মো. রহিম (৩৫) ও বাথানপাড়া গ্রামের জাদেস আলীর ছেলে বিশু আলী (৩০)।

রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জের জজ আদালতের অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা মামলার নথির বরাতে বলেন, ২০১৬ সালের ৯ মার্চ রাজপাড়া গ্রামে অভিযান চালিয়ে শামসুদ্দীন ও রহিমকে ৮০০ গ্রাম হেরোইনসহ আটক করে র‌্যাব।

এ ঘটনায় ওই দিনই র‌্যাবের পক্ষে সদর থানায় মামলা করা হয় জানিয়ে তিনি বলেন, ওই বছর ৩০ এপ্রিল থানার এসআই আলমগীর হোসেন আদালতে অভিযোগপত্র দেন।

ওই বছরেরই ৬ ফেব্রুয়ারি সদর উপজেলার নরেন্দ্রপুরের একটি বাঁশবাগান থেকে ৫০০ গ্রাম হেরোইনসহ বিশু আলী নামে আরেকজনকে র‌্যাব আটক করে বলে জানান পিপি আঞ্জুমান আরা।

তিনি বলেন, পরদিন র‌্যাবের পক্ষে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। থানার এসআই আলমগীর হোসেন ওই বছর ৩ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেন।