চাঁদপুরে হত্যার দায়ে নাতির ফাঁসি

চাঁদপুরে ৭৫ বছর বয়সী দাদিকে হত্যার দায়ে এক নাতিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 April 2018, 09:24 AM
Updated : 3 April 2018, 10:23 AM

চাঁদপুরের জেলা ও দায়রা জজ সালাহউদ্দিন মঙ্গলবার চার বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

এছাড়া আরেকটি ধারায় চুরির ঘটনায় আসামিকে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

সাজাপ্রাপ্ত মো. মোখলেছুর রহমান (২৫) মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর এলাকার এম এম কান্দির আব্দুর রশিদ প্রধানিয়ার ছেলে।

মোখলেছ গেপ্তারের পর পালিয়ে যান। এখনও পলাতক।

চাঁদপুরের জজ আদালতের অতিরিক্ত পিপি সাইয়েদুল ইসলাম মামলার নথির বরাতে বলেন, ২০১৪ সালের ৪ মে মোখলেছ তার দাদি করফুল বেগমকে (৭৫) হত্যা করে স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করেন। আর লাশ নিয়ে পাশের বাড়ির ঘরের সামনে ফেলে দেন।

ঘটনার পরদিন করফুলের আরেক ছেলে আফাজ উদ্দিন প্রধানিয়া মামলা করেন জানিয়ে পিপি বলেন, ওই দিনই পুলিশ মোখলেছকে গ্রেপ্তার করে। ২০১৭ সালের ২৮ সেপ্টেম্বর রাতে কারারক্ষীদের ফাঁকি দিয়ে চাঁদপুর কারাগার থেকে পালিয়ে যান মোখলেছ। এখনও পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

গত চার বছরে এ মামলায় আদালত ১৩ জন সাক্ষীর মধ্যে সবারই সাক্ষ্য নিয়েছে বলে তিনি জানান।

এ মামলায় আসামি পক্ষে সরকার নিযুক্ত আইনজীবী ছিলেন মো. জয়নাল আবেদীন।