আগুনে পুড়েছে পূবালী সল্টের দুই গুদাম

নারায়ণগঞ্জে সদর উপজেলার সৈয়দপুর এলাকায় পূবালী সল্টের দুটি গুদাম আগুনে পুড়ে গেছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 April 2018, 04:15 AM
Updated : 3 April 2018, 07:38 AM

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, সোমবার রাত সাড়ে ৮টায় লাগা আগুন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।

এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানালেও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, কাঠ ও টিনসেডের তৈরি দুটি গোডাউনে আগুন লাগে। দ্রুত তা আশেপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া, হাজীগঞ্জ ও ফতুল্লা ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

পূবালী গ্রুপের পরিচালক জয়কান্তি সাহা জানান, আগুনে ৬০ ফুট লম্বা ও ৩৫ ফুট প্রশস্ত দুটি গোডাউন সম্পূর্ণ পুড়ে গেছে। গোডাউন দুটিতে বিপুল পরিমাণ অপরিশোধিত লবন ছিল।
 

পাশের আরও তিনটি গোডাউন ও ফ্যাক্টরির একটি অংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জয়ন্ত জানান। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি তিনি।

বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের।