পতাকা না ওড়ানোর অভিযোগ লক্ষ্মীপুরের সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে

লক্ষ্মীপুরের সাব রেজিস্ট্রারের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ উঠেছে।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 April 2018, 09:51 AM
Updated : 2 April 2018, 09:51 AM

এ বিষয়ে সাব রেজিস্ট্রার অসিম কুমার ভৌমিক বলেন, “সব সরকারি কার্যালয়ে পতাকা উত্তোলন বাধ্যতামূলক নয়।”

তবে জেলা প্রশাসক অঞ্জনচন্দ্র পাল বলেন, “সব সরকারি কার্যালয়ে পতাকা ওড়ানো বাধ্যতামূলক।”

অসিম কুমার নিয়মিত অফিস করেন না বলেও অভিযোগ উঠেছে।

রোববার ওই কার্যালয়ে গিয়ে তাকে দেখা যায়নি। জাতীয় পতাকা উড়তেও দেখা যায়নি।

স্থানীয় বাসিন্দা জাবেদ হোসেন বলেন, গত ১৫ দিন ধরে ওই কার্যালয়ে জাতীয় পতাকা উড়তে দেখা যায়নি। স্বাধীনতার মাসেও এমন দৃশ্য দেখে সচেতন মহল ক্ষুব্ধ হয়েছে।

কার্যালয়টির কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেন, সাব রেজিস্ট্রার না আসায় লোকজন এসে এসে ফিরে যায়। তিনি অফিসে আসবেন কিনা তারও নিশ্চয়তা না থাকায় সেবা নিতে আসা মানুষের ভোগান্তি বাড়ে।

তবে অসিম কুমার কার্যালয়ে না আসার অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি সরকারি কাজে বাইরে গেছেন।

জেলা প্রশাসক অঞ্জনচন্দ্র পাল এসব খবর পেয়েছেন বলে জানিয়েছেন।

তিনি বলেন, “আমি তাৎক্ষণিকভাবে পতাকা উত্তোলন করতে বলেছি। সাব রেজিস্ট্রার ছুটি না নিয়েই কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি জেলা প্রশাসকের মাসিক সভায় আলোচনা করা হবে।”