কিশোরগঞ্জে সমাবেশ ঘিরে আ. লীগ-ছাত্রলীগ সংঘর্ষ

কিশোরগঞ্জ সদরে পাশাপাশি স্থানে সমাবেশ ডাকার পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংঘর্ষের জেরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2018, 04:15 PM
Updated : 1 April 2018, 04:15 PM

রোববার দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হুছাইন এ আদেশ দেন। পরে মাইকিং করে তা জানানো হয়।

স্থানীয়রা জানান, যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ড শাখা মুসলিমপাড়া গ্রামের একটি মাঠে সাংগঠনিক সভা আহবান করে মঞ্চ ও প্যান্ডেল তৈরি করে।

পরে পাশাপাশি স্থানে ইউনিয়ন শাখা ছাত্রলীগ স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা আহবান করলে উত্তেজনার সৃষ্টি হয়।

এ অবস্থায় শনিবার রাতে ও রোববার দুপুরে দুই দফা মঞ্চ ও প্যান্ডেল ভাংচুর করে দুপক্ষের লোকজন।

দুপুর ১২টার দিকে দুপক্ষের কর্মীরা সমাবেশের প্রস্তুতি নেওয়ার সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।  

ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুপক্ষের কর্মীরা লাঠি ও ধারালো অস্ত্র ব্যবহার করে ও ইট পাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাঠিপেটা করে এবং ৮/১০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এতে যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, ইউনিয়ন যুবলীগ সভাপতি কামরুল হাসান, সহসভাপতি আজহারুল হক তমালসহ ৮-১০ জন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাসউদ বলেন, একই সময়ে দুটি সংগঠনের ডাকা সভাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আদেশে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও তৎসংলগ্ন ২০০ গজ এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, শ্লোগান ও মাইক ব্যবহার নিষেধ করা হয়েছে।

অপ্রীতিকর যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।