মেঘনায় ট্রলার থেকে পড়ে কলেজ ছাত্র নিখোঁজ 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে ট্রলার থেকে পড়ে এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2018, 02:27 PM
Updated : 1 April 2018, 02:58 PM

রোববার আড়াইহাজার উপজেলার মেঘনা নদীর টেটিয়া এলাকায় ট্রলার থেকে নামার সময় তিনি নদীতে পড়ে যান। সন্ধ্যা পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ সেলিম মিয়া (১৭) আড়াইহাজারের ফতেহপুর ইউনিয়নের বগাদী ব্রাহ্মণপাড়ার জামাল হোসেনের ছেলে। তিনি সরকারি সফর আলী কলেজের প্রথম বর্ষের ছাত্র।

আড়াইহাজার খাগকান্দা নৌ-ফাঁড়ির এসআই আনোয়ার হোসেন জানান, সকাল ১০টার দিকে চাঁদপুর জেলার মতলব উপজেলার বেলতলী লেংটা পাগলার মাজারে ওরশ শেষে ট্রলারযোগে ফিরছিলেন তারা।

“মেঘনার টেটিয়া এলাকা পৌঁছালে হুড়োহুড়ি করে নামার সময় ট্রলার থেকে নদীতে পড়ে যান সেলিম মিয়া।”

আড়াইহাজার ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ তাকে উদ্ধার অভিযান চালায়। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি বলে তিনি জানান।

আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ কলেজ ছাত্রের সন্ধান পাওয়া যায়নি। সোমবার সকাল থেকে আবার তল্লাশি চালানো হবে।