নিরাপত্তার দিক দেখে বিএনপির সমাবেশের অনুমতি: স্বরাষ্ট্র মন্ত্রী

জননিরাপত্তার দিক বিবেচনা করে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2018, 01:05 PM
Updated : 31 March 2018, 03:39 PM

শনিবার সাতক্ষীরায় এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের একথা বলেন।

তিনি বলেন, “তবে জননিরাপত্তা বিশ্লেষণ করে আগামীতে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হবে।”

সম্প্রতি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা করার অনুমতি পায়নি বিএনপি। 

খালেদা জিয়ার অসুস্থতা সম্পর্কে মন্ত্রী বলেন, “খালেদা জিয়ার ক্রনিক ডিজিজের কথা শোনা যায়নি। তাই তাকে বাইরে পাঠানোর দরকার নেই।”

জঙ্গি নির্মূলের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশকে ঘিরে ষড়যন্ত্রের অভাব নেই। একেবারে দেশ থেকে জঙ্গি নির্মূল হয়নি। তবে জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে সরকার বরাবরই কঠোর অবস্থানে রয়েছে।

দুপুরে মন্ত্রী সাতক্ষীরার দেবহাটা থানার নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

পরে তিনি বিবিএমপি বিদ্যালয় মাঠে জেলা পুলিশ প্রশাসন আয়োজিত এক সুধী সমাবেশে যোগ দেন।